Loaded

Press & Media

র‍্যাংকস এফসির প্লাটিনাম প্রকল্প ‘ওমেরাস’র নির্মাণকাজ শুরু

র‍্যাংকস এফসির প্লাটিনাম প্রকল্প ‘ওমেরাস’র নির্মাণকাজ শুরু

নগরের উত্তর খুলশী আবাসিক এলাকার ৫ নম্বর সড়কে ১১ কাঠা জমিতে র‍্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেডের অত্যাধুনিক প্লাটিনাম গ্রেডেড সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট প্রকল্প ‘ওমেরাস’র নির্মাণকাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার প্রকল্প এলাকায় ফিতা কেটে এবং গ্রাউন্ড ব্রেকিংয়ের মাধ্যমে এ প্রকল্পের আনুষ্ঠানিক নির্মাণকাজ শুরু হয়।

 

র‍্যাংকস এফসি প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম ফারুক চৌধুরী, সিইও তানভীর শাহরিয়ার রিমন ও বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি মোসলেম উদ্দিন এ প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেন।  

 

এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের উপ বিপণন ব্যবস্থাপক ওয়াজউদ্দীন মিলন জানান, সিঙ্গেল ইউনিটের এ অত্যাধুনিক প্রকল্পে থাকছে চার শয়ন কক্ষের ৩৫৬৯-৪০৫০ বর্গফুটের একেকটি অ্যাপার্টমেন্ট এবং ৭০০০ বর্গফুটের একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট। ফেয়ার ফেইস ফাছাদ, হোটেল গ্রেডেড সুইমিং পুল, দুটো হাইস্পিড ইউরোপিয়ান লিফ্‌ট, ফুল হাইজ ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই, স্টার লাউঞ্জ, ইনোভেটিভ ভার্টিকাল গ্রিন ওয়াল, ইকুইপড জিম, ডাবল পার্কিং, রিনিউয়েবল এনার্জির ব্যবহারসহ পরিপূর্ণ একটি গ্রিন ভবন হিসেবে দাঁড়াবে প্রকল্পটি। প্রকল্পটির আর্কিটেকচারাল ডিজাইন করেছে ইনস্পেস। প্রকল্পটি ২০২৪ সালের মাঝেই গ্রাহকদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।