Loaded

Press & Media

মেমোরি সেভেন্টি ওয়ানে ইন্টেরিয়র করছে ইনস্পেস

মেমোরি সেভেন্টি ওয়ানে ইন্টেরিয়র করছে ইনস্পেস

দেশের অন্যতম শীর্ষ ডেভলপার র‍্যাংকস এফসি প্রোপার্টিস এর বিভিন্ন প্রকল্পে ইনোভেটিভ এবং পরিবেশবান্ধব ডিজাইন আইডিয়া নিয়ে আর্কিটেকচারাল কনসালটেন্ট হিসেবে বিগত তিন বছর ধরে কাজ করছে ইনস্পেস আর্কিটেক্টস।  

এর আগে সরাসরি ইনস্পেস ঢাকা অফিস থেকে এই সেবা দিয়ে থাকলেও সম্প্রতি র‍্যাংকস এটলাস প্লাজার ৯ম তলায় ডিজাইন ইউনিট খুলেছে র‍্যানকন গ্রুপের এই প্রতিষ্ঠানটি।

 

আর্কিটেকচারাল সব রকম সমাধানের পাশাপশি ইন্টেরিয়র সল্যুশন নিয়েও কাজ করবে ইনস্পেস চট্টগ্রাম টিম। ইনস্পেস এর সিনিয়র স্থপতি এবং উপ-মহাব্যবস্থাপক মনির হাসান দিপু এই টিমের নেতৃত্ব দিচ্ছেন।

 

র‍্যাংকস এর প্রায় সম্পন্ন প্রকল্প মেমোরি সেভেন্টি ওয়ান এর সবরকম ডিজাইন করেছে ইনস্পেস। সোমবার এই প্রকল্পের গ্রাহক বেকর্প গ্রুপের চেয়ারম্যান শাহ আল কিবরিয়া তার বিলাসবহুল এপার্টমেন্টটির সম্পূর্ণ ইন্টেরিয়র সেবার জন্য র‍্যাংকস এফসি এবং ইনস্পেস এর সঙ্গে একটি ত্রিপক্ষিয় চুক্তি স্বাক্ষর করেন।  

এসময় স্থপতি মনির হাসান দিপু, শৈবাল রক্ষিত, রাহাত ইসলাম, তাসনিয়া তারেকসহ র‍্যাংকস এর কাস্টমার সার্ভিস বিভাগের ব্যবস্থাপক মো. শাহরিয়ার উপস্থিত ছিলেন।  

ইনস্পেস এই প্রকল্পের আধুনিকতম রুফটপ লাউঞ্জ ৭১ এবং ফিটনেস সেন্টার এর টার্ন কি সল্যুশন দিচ্ছে।  

এর আগে র‍্যাংকস এফসির কর্পোরেট হেডকোয়ার্টার, ওয়াই এস শিপিং, রয়েল শিপিং, ওক লাউঞ্জ সহ আরও বেশ কিছু প্রকল্পের ইন্টেরিয়র কাজ করে ইনস্পেস।  

ইনস্পেস এর সিইও স্থপতি ওয়াহিদুর রহমান আদিব বলেন, চট্টগ্রামের অমিত সম্ভাবনা বিবেচনা করে আমরা আমাদের গ্রাহকদের আরও দ্রুত সেবা দিতে এখন চট্টগ্রাম সেবা ইউনিট চালু করেছি।  

তিনি বলেন, আশা করছি চট্টগ্রামের ল্যান্ডস্কেপ বদলে র‍্যাংকস এফসি প্রোপার্টিস এর পার্টনার হিসেবে আমরা আরও ভ্যালু যুক্ত করতে সক্ষম হবো।