চট্টগ্রামে র্যাংকস এফসির ওক লাউঞ্জ
চট্টগ্রাম নগরের মেহেদীবাগে বিলাসবহুল হোয়াইট ওক প্রকল্পের আওতায় ১ হাজার ২০০ বর্গফুটের আধুনিক ও সুসজ্জিত লাউঞ্জটি অ্যাপার্টমেন্ট মালিকদের জন্য তারা চালু করেছে।
দেশের অন্যতম শীর্ষ আবাসন ব্যবসা প্রতিষ্ঠান র্যাংকস এফসি প্রোপার্টিসের অত্যাধুনিক ওক লাউঞ্জের যাত্রা শুরু হয়েছে।
রোববার চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান নাদের খান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম ফারুক চৌধুরী ও র্যাংকস এফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানভীর শাহরিয়ার রিমন লাউঞ্জটির উদ্বোধন করেন।
চট্টগ্রাম নগরের মেহেদীবাগে বিলাসবহুল হোয়াইট ওক প্রকল্পের আওতায় ১ হাজার ২০০ বর্গফুটের আধুনিক ও সুসজ্জিত লাউঞ্জটি অ্যাপার্টমেন্ট মালিকদের জন্য তারা চালু করেছে।
ওক লাউঞ্জটিতে পাঁচ তারকা মানের ইন্টেরিয়র ডিজাইন, স্মার্ট কিচেন, বুককর্নার, কফি অ্যান্ড জুস বার, ভার্টিক্যাল গার্ডেনসহ বেশ কিছু কর্নার রাখা হয়েছে। স্টার লাউঞ্জের ইন্টেরিয়র ডিজাইন করেছেন র্যানকন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইন্সপেস আর্কিটেক্টস।
উদ্বোধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক, চট্টগ্রামের কর কমিশনার বাদল সৈয়দ, ভূমি মালিক ও চট্টগ্রাম ক্লাবের সাবেক চেয়ারম্যান সাইফউদ্দিন, মো. তারেক, তৌহিদুর রহমান, বিজিএমইর সাবেক সহ-সভাপতি মাইনউদ্দিন আহমেদ মিন্টু, র্যাংকস এফসির পরিচালক মাহবুব সুবহান জালাল, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা বিদ্যুৎ বড়ুয়াসহ অনেকে।